আজকাল ওয়েবডেস্ক: বিহারের রাজনীতির পট পরিবর্তনের রেশ কাটার আগেই নজরে ঝাড়খণ্ড। গত ১৮ ঘণ্টার বেশি সময় ধরে সে রাজ্যে কোনও সরকার নেই। হেমন্ত সোরেন গ্রেপ্তার হওয়ার পর ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন চম্পাই সোরেন। কিন্তু এখনও পর্যন্ত তিনি আমন্ত্রণ পাননি রাজ্যপালের কাছ থেকে। এই পরিস্থিতিতে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আর্জি জনিয়েছেন তিনি। সূত্রের খবর, পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত চম্পাই রাজ্যপালকে চিঠিতে লিখেছেন, বিভ্রান্তিকর পরিস্থিতিতে রাজ্য অপেক্ষা করছে রাজ্যপাল, সংবিধানিক প্রধান হিসেবে দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করবেন। বুধবার রাতেই জেএমএম কংগ্রেস আরজেডির ৪৭ জন বিধায়ক সমর্থন পত্র জমা দিয়েছেন রাজ্যপালের কাছে। জমি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেন মামলায় লম্বা জিজ্ঞাসাবাদের পর বুধবার হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গ্রেপ্তারের আগেই রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি।
